Do you not know that your body is a Temple of Holy Spirit, Who is in you, Whom you have received from God?

তুমি কি জানো না যে তোমার দেহ (পবিত্র আত্মার) একটা প্রার্থনা গৃহ যেখানে পবিত্র আত্মার অবস্থান, যে আত্মা তুমি সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়েছো ?

আত্মা অদৃশ্য জগৎ থেকে যখন দৃশ্য জগতে আসে তখন তার আবাস গৃহের প্রয়োজন হয়। আত্মার এই আবাসগৃহ হচ্ছে মানবদেহ।

মহিমা জগৎ থেকে আসা পবিত্র আত্মার আবাস দেহকেও হতে হয় সর্বাঙ্গীণ ভাবে উপযুক্ত। আত্মাকে ধারণকারী দেহকে নিয়ে কিছু চমৎকার ও আকর্ষণীয় বিষয় আছে।

কোরানে বর্ণনা অনুযায়ী মানুষ ধূলি ও পানির সংমিশ্রণে তৈরী।

মাটি=ধূলি + পানি।

বিজ্ঞানাগারে মাটি ও মানব দেহের পরীক্ষা করে দেখা গেছে যে উভয়ের উপাদান সঠিকভাবে একই। মাটি ও মানবদেহে আছে: আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালশিয়াম, হাইড্রোজেন, আয়োডিন, ম্যাগনেশিয়াম, কার্বন, জিঙ্ক, সালফার, নাইট্রোজেন ইত্যাদি।

স্রষ্টার সৃষ্টি কৌশল হচ্ছে এই জড়ো পদার্থ সমূহ থেকে মানবদেহের অপরূপ রূপ দেয়া।

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ মানবদেহের পদার্থসমূহের মূল্য নির্ধারণ করে দেখিয়েছে যে একজন পূর্ণাঙ্গ মানুষের শরীরের উপাদান সমূহের বাজার মূল্য একশত ডলার এর বেশি না।
শ্রেষ্টত্ব আর রহস্য উপাদানে না, সৃষ্টিকর্তার অসীম অপরিজ্ঞাত ক্ষমতায়। এই উপাদান সমূহ সহজ ও আনুপাতিক হারে জন্মসময়ে মানবদেহে বন্টিত হয়। মানবদেহ এমন ভাবে প্রোগ্রাম করা যা উপাদানের সর্বোত্তম ব্যাবহার নিশ্চিত করে আর অতিরিক্ত অংশ পরিত্যাগ করে। ক্যালসিয়ামের ক্ষেত্রে যেমন Osteoblasht ও Osteoclast, যেখানে চাহিদা ও সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে শরীরের ক্যালসিয়ামের পরিমান ঠিক থাকে।

মানবদেহে কিছু উপাদানের উদাহরণ নিম্নরূপ যার পরিমাণে তারতম্য হলে নানা উপসর্গের জন্ম দেয় :
১) ক্যালসিয়াম ২ কেজি। সামান্য কম হলে আমাদের দাঁত পর্যন্তু ভেঙে যেতে পারে।
২) পটাশিয়াম ১২০ গ্রাম। তারতম্য হলে পেশী সংকোচন,অবসাদ বুক ধড়-ফড় হতে পারে।
৩) জিঙ্ক ২-৩ গ্রাম। দৃষ্টিশক্তি লোপ, ঘ্রাণেন্দ্রিয়ের দুর্বলতা, দৈহিক অক্ষমতা, স্বাদের তারতম্য ইত্যাদি ঘটতে পারে।

প্রাচীণ রোমানদের একটা প্রবাদ আছে: “mens sana in corpore sano” অর্থাৎ in a sound body rests a sound mind বা একটা সুস্থ শরীরেই একটা সুস্থ মন বাস করে। “অমর্ত্যলোকের থেকে আগত আত্মাকে আসন দিতে গেলে একটা সুস্থ ও পবিত্র দেহের প্রয়োজন।

“Our bodies must be treated like Mosques-Churches-Temples-Pagodas-Synagogues, and considered Sacred.” (চলবে )

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *