যখন তুমি জিততে পারো না, তুমিতো দাঁত বের করে হাসতে পারো।  বিজয় তোমার হাতে না কিন্তু এইটা তো তোমার হাতে।  সবাই তোমাকে হাসতে দেখুক। হোক সে হাসি আনন্দে অথবা বেদনায়  বিঁধুর হয়ে।

সাহস-কে Ernest Hemingway বলেছেন,”Grace under pressure.”  পরাজয়-কে  যখন তুমি স্পোর্টসম্যান-এর মতো হেসে খেলে নিতে পারবে তাহলে তুমি তোমার জুড়িদার-দের সন্মান অর্জন করতে পারবে এবং পরবর্তী বিজয়ের জন্য তুমি নিজেকে প্রস্তুত করতে পারলে। 

নিজের পরিস্থিতিকে এমন গুরুগম্ভীর ভাবে নিও না যে তুমি তাকে অভনন্দনের হাসি দিতে পারবে না যে তোমাকে সাময়িকভাবে পরাস্ত করেছে। 

বিজয়ীর মঙ্গোল কামনা করো,এরপর তোমার যোগ্যতার উন্নতি করতে নিজেকে পুনরায় ধ্যানমগ্ন করো এবং খেলায় লেগে থাকো। 

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *