স্বেচ্ছা উদ্যোগ একটা অতীব অসাধারণ গুণ যা একটা মানুষকে কোনো করণীয় কাজ করতে বলার আগেই নিজেই শুরু করে দেন।

এই বিশেষ গুণের মূল্য পৃথিবী একটু বেশিই দিয়ে থাকে। তোমার এই বিশেষ গুণাবলী তোমাকে প্রতিযোগী থেকে বাছাই করে আলাদা করে রাখবে সে তুমি উদ্যোক্তা, চাকুরীজীবি, সেবা প্রদানকারী অথবা ঘন্টা চুক্তির শ্রমিক হও না কেন।

তোমার বস, তোমার ক্লায়েন্ট বা কাস্টমার তোমাকে বিশেষ নজরে দেখবে কারণ তোমার উদ্যোগ দেখে তাঁরা তোমাকে আস্থাভাজন হিসেবে দেখছেন যাকে সঠিক সময়ে সঠিক কাজের জন্য নির্ভর করা যায়।

“Why incur high cost of low trust ? বহুল প্রচলিত কথাটার সাদামাঠা অর্থ দাঁড়ায় :দুর্বল আস্থার কারণে কেন চড়া মূল্য দেয়া ?উদয়-অস্ত পরিশ্রম করেও সামান্য বিশ্বাসের ঘাটতির জন্য দিন শেষে কেন শুন্য হাতের কাঙাল ?

কোনো কাজ শুরুর আগে যত্নের সাথে বিশ্বাস, আস্থা অর্জনের জন্য সচেষ্ট থাকো। একবার এই ভীত তৈরী হলেই তার উপর ভিত্তি করে তোমার পেশা জীবনের কাঙ্খিত মঞ্জিলে সহজেই পৌঁছে যাবে।

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বালিশের নীচে Robert Frost এর কবিতর বইয়ের একটা পাতা ভাঁজ করা থাকতো যা তিনি নিয়মিত পড়তেন। লাইনগুলো এরকম :

“The woods are lovely, dark and deep

 But I have promises to keep,

 And miles to go before I sleep 

And miles to go before I sleep”

এই promise বা প্রতিশ্রূতি বা অঙ্গীকার অনেক ভারী। এ ভার বহনের দায়িত্ব তুমি নাও। ফলভারে পরিণত জীবন উপহার দেবে পৃথিবী।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *