Ferbuary-র শেষ লেখা এটা। এ মাসের মূল সুর ছিল ব্যাক্তিগত উদ্যোগ। একবার ভাবোতো: তুমি যদি তোমার প্রতিষ্ঠানের চাকুরীদাতা হতে তাহলে তোমার দিনের কাজের উপর তুমি কি সম্পূর্ণ সন্তষ্ট হতে পারতে ?

দিনের শেষে ঘুমাতে যেয়ে বুকের গভীরে নির্লিপ্ত আল্লাহ-ভগবান-খোদা- ঈশ্বর-God কে প্রশ্ন করো যে তুমি কি আজকের দিনের চুক্তি বা ওয়াদা অনুযায়ী ১০০% কাজ করেছো ? উত্তর না হলে, কালকেই ক্ষতি পূরণ করার চেষ্টা করো, দেখবে এক অনাবিল আনন্দে বুক ভরে উঠছে, ঘুমের ওষুধ লাগছে না ঘুমাতে।

মালিক হলে কি তুমি তোমাকে কাজে রাখতে, না তোমার জায়গায় একটু বেশি initiative-এর মানুষকে নিয়োগ দিতে ? বান্দার সাথে করা ওয়াদা ভঙ্গ করে, হক্কুল ইবাদ নষ্ট করে আত্মার শান্তি আশা করো কিভাবে ? হক্কুল্লাহ বা আল্লার হক আল্লাহ হয়তো ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহতো হক্কুল ইবাদ নষ্ট হলে মাফ করতে পারবেন না !!!

নীরবে নিভৃতে নিশ্চিন্তে কেন দেনার বোঝা ভারী করে চলেছি ?? “দিনে দিনে বাড়িয়াছে দেনা , শুধিতে হইবে ঋণ। ”

Nazar-E-Zilani

CEO and Founder

Sharpener


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *