“Ignorance is Bliss” অজ্ঞতাই আশীর্বাদ। একথা স্বীকার করে নিতে বোধ হয় বেশী দিন অপেক্ষা করতে হবে না। Capitalistic Economy, Consumerism বা ভোগবাদ দুনিয়াটাকে এমনভাবে গ্রাস করেছে যে ন্যূনতম চিন্তা না করেই আমরা অন্যের দেখাদেখি ঝাঁপ দিয়ে পড়ছি ভোগের নতুন আবিষ্কৃত উপকরণ সংগ্রহে। হউক সে হালাল বা বে-হালাল উপার্জনে।
নীতি নৈতিকতা আদর্শ তলানিতে এসে ঠেকেছে। এগুলোর চর্চাকারীকে কিছুটা উপেক্ষা, অবজ্ঞার দৃষ্টিতে দেখা হয়।
‘ইমাম মেহেদী’র আগমন নিয়ে যত লেখা বা আলোচনা হয় “নীতি-নৈতিকতা-আদর্শ” বিসর্জন বা হারায়ে যাওয়া নিয়ে তত উৎসাহে ও মাত্রায় আলোচনা বা লেখা হয় না।
১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজুদ্দৌলার পতনের ২১টা কারণ উল্লেখ করে রসিক ঐতিহাসিক বলেছিলেন যে প্রথম কারণ জানার পর আগ্রহী পাঠক নিশ্চয়ই বাকি কারণগুলো জানার কৌতূহল দেখবেন না। প্রথম কারণটা ছিল: জুন মাসের অঝোর ধরার বৃষ্টিতে নবাবের পক্ষের সমস্ত গোলা-বারুদ ভিজে গিয়েছিলো ! যে সেনাবাহিনীর গোলা-বারুদ বৃষ্টিতে ভিজে যায় তাদের পরাজয়ের বাকি কারণ গুলো জানার কৌতূহল নিশ্চয়ই থাকার কথা না।
তেমনি যে সমাজের মানুষের মৌলিক মূল্যবোধের চরম অবক্ষয় হয়, “নীতি-নৈতিকতা-আদর্শ” হিমবাহের মতো গলতে শুরু করে সে সমাজেতো ধ্বংশের উত্তাপ অনুভূত হওয়ার কথা।
জ্ঞানের ভারে আমরা ন্যূজ আজ। সমগ্র সৃষ্টির মধ্যে সবচেয়ে জ্ঞানী হলো আজাজীল শয়তান ইবলিশ। এতো জ্ঞানের পরেও তার এই পরিণতির কারণ এলেম অনুযায়ী তার আমল নাই। এই জন্য ইবলিশ প্রসঙ্গ আসলেই আমরা পড়ি “আউজুবিল্লাহি মিনাশ শয়তানের রাজিম।”
সব চেয়ে ভালো “পাউরুটি আর ঝোলা গুড়” মানে অজ্ঞ হওয়া, বোকা হওয়া। বেশী বুদ্ধিমান, বেশী চালাক, বেশী চতুর না হওয়া মনে হয় পরিত্রানের একটা পথ। (এটা আমার ব্যাক্তিগত উপলব্ধি, অনেকের সাথে নাও মিলতে পারে )

অন্যতম শ্রেষ্ট লেখক Franz Kafka-র তির্যক একটা লেখা দিয়ে শেষ করি :
‘Why don’t they sleep ?

”Because they never get tired

”Why don’t they get tired?

”Because they are fools

”Don’t fools get tired ?

”How could fools get tired ?’

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *