শার্পনার-এর জন্ম ইতিহাস:

আজ থেকে বিশ বৎসর আগে বই পড়তে যেয়ে আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নিচের কথাটা পড়েছিলাম।

“If I get eight hours to chop down a tree, I’d spend six sharpening my Axe.” অর্থাৎ একটা গাছ কাটতে আমাকে যদি ৮ ঘণ্টা সময় দেয়া হয় তাহলে আমি ৬ ঘণ্টা ব্যায় করবো আমার কুঠারটা ধার দিতে। “

এখানে ত্রিপক্ষ: আমি, গাছ আর কুঠার (পরশুরামের কঠোর কুঠার না !) । কাজটা করতে গাছটাকে গাছের মতো নির্লিপ্ত  দাড়িয়ে থাকতে হবে । বলি হওয়া ছাড়া তাঁর আর কোন ভুমিকা নাই । আমাকে হন্তা হিসেবে কুঠারাঘাত করতে হবে। এবার কুঠারের পালা । কুঠার যদি ভোথা হয় বা ধারালো না হয় তাহলে ৮ ঘণ্টা কেন আমার পরে আমার পরবর্তী পরজন্মও যদি এই কুঠার হাতে নিয়ে অহর্নিশি ঘাম ঝরায় তবুও কাজটা হবে না বা গাছটা ধরাশায়ী  হবে না । শানে-নযুল দাঁড়ালো এই যে কুঠার যদি ধারালো না হয় তাহলে কর্তা বা  সময় কোনটারই করনীয় কিছুই থাকে না ।

এই কথাগুলোর উপর অনেক অভিনিবেশ হোল। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেও উপলব্ধি করলাম যে কুঠার Sharp হওয়াই মুখ্য । কুঠারের হাতল ধরা হাত দুইটা কোন ধর্ম, বর্ণ, লিঙ্গ, দীর্ঘ বা খাটো, সাদা বা কালো, মোটা  বা চিকন, আস্তিক বা নাস্তিক তাতে কিছুই আসে যায় না । আসে যায় কুঠারের ধারের উপর ।

ভাবলাম, মানুষকেও তো কুঠারের মতো ধার দিলে ভিতরের সুপ্ত প্রতিভা বিকশিত হবে। জীবিকার তাগিদে  Marketing and Sales  পেশায় আসতে হয়েছিলো। আমি যেহেতু মানুষকে শেখাতে ভালবাসি, শিক্ষাকতাকে ভালোবাসি, তাহলে আমিতো জীবনের এক পর্যায়ে আমার  জীবনের আনন্দের তাগিদে প্রিয় পেশাকে আলিঙ্গন করতে পারি।    

সেই মুহূর্তে শুরু Sharpen শব্দ থেকে উৎপন্ন Sharpener আমার ধ্যান জ্ঞান । কোরটির নিভৃত কন্দরে দুই যুগ ধরে শব্দটাকে সযত্নে লালন করে গেছি ।

একদিন অবচেতনে নিভৃতচারী সুপ্ত মানস-সন্তান Sharpener-কে নিয়ে আসলাম ডাইরির পাতায় । ১৮টা বৎসর পাতায় পাতায় পরিকল্পনা করে গেছি কখন, কোথায়, কিভাবে Sharpener যাত্রা শুরু করবে । নিজের চাকরী, সংসার, সন্তান সবকিছুর একটা পরিপূর্ণতার জায়গায় পৌঁছানর পর ২০১৮ সালের শেষের দিকে শুরু করলাম Sharpener নিয়ে পথ চলা ।

আমার দীর্ঘ ৩৩ বৎসরের কর্ম জীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ বিষয়বস্তু সমূহ,  Google বা YouTube-এর থেকে নেওয়া না ।  একজন Marketer হিসেবে Sharpener-এর প্রাথমিক সাফল্যে আমি অভিভূত। প্রত্যাশার অতীত সাড়া আমি পেয়েছি । সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞটা জানাচ্ছি । কিন্তু ‘Miles to go before I sleep.’

আমি আমাকে দিয়ে জেনেছি, বুঝেছি যে একজন মানুষকে প্রশিক্ষণ দিয়ে অনেক অনেক দূর নিয়ে যাওয়া যায় । এ লক্ষেই Sharpener-এর   Campus Ambassador নামে একটা প্লাটফর্ম তৈরি করতে শুরু করেছি । যেখানে ছাত্রদেরকে পেশা জীবনে প্রবেশের আগেই প্রয়োজনীয় প্রস্তুতির পথ বাতলে দেওয়া যাবে। প্রশিক্ষণগুলো online প্লাটফর্মে হবে বিধায় বাংলাদেশের যে কোন প্রান্তের student-রা ঘরে বসেই এই প্রশিক্ষণগুলো নিতে পারবে ।

“Learning/ Education is the passport to the future, for tomorrow belongs to those who prepare for it today.

(পরবর্তী লেখাটা আসবে ‘আমার জীবনের প্রথম Training যা আমার Transformation-এর প্রথম সোপান ছিল।)

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *