জগতের সমস্ত খ্রিষ্ট ধর্মাবলম্বীদেরকে বড়দিনের শুভেচ্ছা।


আব্রাহামিক ধর্মত্রয়ের মধ্যে খৃস্টীয় ধর্মনেতা ঈসা (আঃ) যাকে ইংরেজিতে জেসাস বলে, ২৫শে ডিসেম্বর তাঁর জন্মদিনের উৎসব পালন করা হয়। এই দিনকে “বড়দিন” বলে আখ্যায়িত করা হয়।

এই দিনে তাঁর শেখানো প্রেমের বাণী, মানবতার বাণী, ক্ষমার বাণী আরও বেশী করে জীবনে প্রয়োগ করার মধ্যেই তাঁর প্রতি অসীম শ্রদ্ধা নিবেদন সুপ্ত।

মৃত্যুর আগের মুহূর্তেও যীশু প্রার্থনা করেছিলেন,”ওরা জানে না ওরা কি করছে, ওরা অবুঝ, ওরা জ্ঞানহীন। ওদের ক্ষমা করে দাও । যীশু বলেছিলেন,” প্রতিবেশীর জন্য তাই চাও যা তোমার নিজের জন্য কামনা করো। যতক্ষণ তুমি সবাইকে ক্ষমা করবে না ততক্ষণ তুমি স্বর্গে প্রবেশ করবে না। “

যীশুর জন্ম দিন অর্থ প্রতিটা খৃস্টানের নতুন জন্ম দিন। পিছনের ভুলগুলো শুধরে জীবনকে নতুন করে সাজানো। শুধু ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, জিঙ্গেল বেল, আলোকসজ্জা আর নানা উপাদেয় ভোজের মধ্যে বড়দিনের তাৎপর্য না।

যীশু বলেছিলেন,”It is easier for a camel to go through the Eye of a Needle than for a rich person to enter into the Kingdom of God.-ম্যাথিউ ১৯ঃ২৪

”অর্থাৎ, একজন সম্পদশালীর স্বর্গে প্রবেশ করার সম্ভাবনার চেয়ে সূচের ছিদ্র দিয়ে একটা উটের পার হয়ে যাওয়া সহজ।

যীশুর জীবন দিয়ে শেখানো বাণী উপেক্ষা করে আজ জগতের সবাই কেমন সেই সম্পদ জড়ো করার উগ্র প্রতিযোগিতায় অন্ধ!!

বড়দিনে নতুন করে আবার শপথ হউক যীশুর শেখানো বাণী চর্চায় সবাই আরও যত্নশীল, আরও সতর্ক হয়ে উঠুক।

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *