যদি তোমার অজুহাত দেয়ার প্রবণতা থাকে তাহলে একটা কাজ কেন করা যাবে না বা করা উচিত না তার হাজারটা কৈফিয়ত দেওয়া যাবে।
 
যদি তুমি কোনো কাজ সম্পন্ন করার জন্য কঠিন পরিশ্রম করতে প্রস্তূত থাকো, অনেকটা সময় নিষ্ঠার সাথে দিতে সম্মত থাকো সেটা খোঁড়া যুক্তি দিয়ে এড়িয়ে যাওয়ার চেয়ে অনেক ভালো। কাজটা সুন্দর ভাবে সম্পন্ন করার ওয়াদা না করে অনেকে অজুহাত দাঁড় করে।
 
যদি তুমি দেখো যে মাঝে মধ্যেই তুমি নানা খোঁড়া ,পঙ্গু , অথর্ব কৈফিয়ৎ দিয়ে চলেছো যে কেন কাজটা করো নাই বা এই কারণে কাজটা হয় নাই তাহলে আজই বাজে ব্যাখ্যা দেয়া বন্দ করে সুন্দরভাবে কাজ করা শুরু করো।
 
খলিল জিব্রান তাঁর বিখ্যাত বই The Prophet এ লিখেছেন।
 
“And if you can not do a job with love but only with distaste, it is better that you should leave your work and sit at the gate of the temple and take alms of those who work with joy.”
 
যদি তুমি সন্তষ্ট চিত্তে একটা কাজ করতে না পারো , কাজটা ছেড়ে দাও ,
এবং ধর্মশালার সামনে বসে তাদের কাছ থেকে ভিক্ষা নাও যাঁরা আনন্দের সাথে কাজ করে।
প্রতীকী অর্থে জিব্রান যেন-তেনো করে কাজ করাকে নিরুৎসাহিত করেছেন।
আনন্দের সাথে কাজ না করলে পরিণামে তোমারই ক্ষতি।

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *