যারা একটা কাজ ভালো ভাবে সম্পন্ন করার জন্য যতটা না সময় ব্যায় করা উচিত তার চেয়ে বেশি সময় নষ্ট করে বাইরে যেয়ে, তারা ভাবতে পারে যে তারা তার উপরস্থ কর্মকর্তাকে বোকা বানাচ্ছে,কিন্তু আসলে তারা নিজেদেরই নিরেট বোকা বানাচ্ছে।
একজন মালিক তার সব কর্মচারী কর্মকর্তার নিখুঁত খোঁজ নাও জানতে পারেন, কিন্তু একজন ভালো ম্যানেজার একটা ভালো কর্মকর্তার ভালো উদ্যোগের ফলাফল ভালো করেই জানেন। জানতে হয়।
তুমি পরিষ্কার ভাবে জেনে নাও যে, যখন কোনো পদোন্নতি বা ভালো কাজের সুযোগ আসবে প্রথমেই তোমাকে বাদ দিয়ে কাজ বা পদোন্নতি বন্টনের কাজটা হবে।
যদি কোনো কাজ আনন্দের সাথে উত্তম ভাবে সম্পন্ন করো, তুমি শুধুমাত্র এর স্বীকৃতি ও পুরস্কারই পাবে না, তুমি এ যোগ্যতাও স্থায়ী ভাবে অর্জন করবে যে একটা কাজ কিভাবে সুন্দর ভাবে সম্পন্ন করা যায়। পয়সা আর প্রপোমোশন স্থায়ী না কিন্তু তোমার দক্ষতা স্থায়ী।
তুমি কাজে যত দক্ষ হবে মালিকের কাছে তুমি তত মূল্যবান হবে। সবচেয়ে মূল্যবান সম্পদের মালিক হবে তুমি, আর তা হচ্ছে পর্বতসম সুদৃঢ় আত্মবিশ্বাস যা আসে শুধুমাত্র অর্জিত দক্ষতা থেকে। আর একমাত্র এটাই কোনো প্রতিষ্ঠানে তোমার মূল্য ক্রমাগত বাড়িয়েই চলবে।
তোমার দৃপ্ত কণ্ঠে উচ্চারিত হবে ,

“….উন্নত মম শির,
শির নেহারী নত-শির ওই শিখর হিমাদ্রীর।”


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *