আমরা উদ্যোগী হয়ে, কঠোর পরিশ্রম করে নিজের বৈষয়িক জীবনের সচ্ছলতা আনতে অনেক সময়য়ই অলসতা করি। জ্ঞান,শ্রম, নিষ্ঠা, সততার সাথে কাজ করে নিজেকে উন্নত জীবনের সোপানে নিতে কার্পণ্য করি।

এর মুল্য শুধু নিজেকেই দিতে হয় না, বাবা,মা, ভাই বোন, স্ত্রী, পুত্র, কন্যা সবাইকেই এর মাশুল দিতে হয়।

কবি নজরুলের প্রেমের কবিতার দুইটা লাইন ভাবার্থে প্রাসংগিক মনে হয়ঃ

” প্রিয় সামলে ফেলে চলো এবার চপল তোমার চরণ,
তোমার ঐ চলাতে জড়িয়ে গেছে আমার জীবন মরণ।”

আমাদের পরিবার ও সামাজিক গঠন অনুযায়ী এখনও একটা ছেলে শিক্ষিত হলে তাকে ঘিরে পরিজনেরা স্বপ্ন দেখে। দেখে তাদের জীবনের সচ্ছলতা, সামাজিক মর্যাদা, অন্য সদস্যদের একটা গতি হওয়ার উপায় আরও কত কি।

কিন্তু আমরা নিজেদেরকে না গড়ে তুলে, নিজের অবস্থনের উন্নত পরিবর্তন না করে শুধু নিজেদের জীবনকে দুর্বিষহ করছি না। পরিবারের অন্য সদস্যদের জীবনের সম্ভাবনাকে অকালে গলা টিপে মারছি।

নিজের ভবিষ্যৎ, ভাগ্য আকাশ থেকে অবতীর্ণ হয় না, নিজেই গড়তে হয়।

টেইলর ও ফিওল ‘এর পর যাকে “ফাদার অফ ম্যানেজমেন্ট” বলা হয়, যার বই না হলে ম্যানেজমেন্ট পড়া সম্পূর্ণ হয় না, সেই
Peter Drucker সুন্দর করে বলেছেনঃ

“The best way to predict the future is to create it.”

Categories: Career Growth

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *