যদি দুঃখে দহিতে হয়, তবুও মিথ্যা চিন্তা নয়
যদি দৈন্য বহিতে হয়, তবু মিথ্যা কর্ম নয়
যদি দণ্ড সহিতে হয়,তবু মিথ্যা বাক্য নয়
জয়, জয়, সত্যের জয়। “-রবীন্দ্রনাথ

একদিকে সাহেদ-সাবরিনা-আরিফ’রা অন্যদিকে ফাহিম সালেহ।
একদল নিজেদের লালসা মেটাতে করোনার ঘোর দুর্দিনেও অসহায় মানুষকে ধোঁকা দিয়েছে হাসিমুখে।

অন্যদিকে বহু মানুষের কর্মসংস্থানের আয়োজন করা এক স্বপ্নবাজ টগবগে যুবক, উদ্যোগের নতুন দিগন্ত আবিষ্কার করা এক সৃজনশীল তরুণ, বাংলাদেশ থেকে পৃথিবীর মানচিত্রে উদ্যোগতার অশেষ সম্ভাবনাময় পা রাখা ফাহিম সালেহকে বলি হতে হলো নিজ ফ্ল্যাটে, আমেরিকায়।

অনেক বই পড়া আমরা রাশি রাশি সনদ বাক্সো বন্দী করেছি। মানব সমাজে থেকেও আমরা অনেকে পারিনি শুধু মানবিকতার পাঠ নিতে । মানব শিশুর সাথে পশু শাবকের পার্থক্য এখানেই। পশু জন্মেই পশু। কিন্ত মানবশিশুকে মানুষ হয়ে উঠতে হয়। মানুষ করতে হয়। মানুষ করা জানতে হয়। শুধু জন্ম দেওয়া জানলেই হয় না !! জন্ম দেওয়া আর বাবা-মা হওয়া এক না।

নৃশংস অপকর্মকারীদের -দের বাবা-মায়েরা শুধু জন্ম দেওয়ার প্রক্রিয়াটাই হয়তো জানে, মানুষ করার মন্ত্রটা জানে না। হয়তো তারা নিজেরাই মানুষ পর্যায়ের না !

এরা কিন্ত সমাজের “Tips of the iceberg”, বা হিমশৈলের চূড়া। মাত্র দশ ভাগের এক ভাগ পানির উপর দেখা যায়। বাকি নয় ভাগ পানির নিচে। বাকিরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছারপোকার মতো লুকিয়ে আছে। তাদের থেকে সাবধান থাকতে হবে।
নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধের পাঠ নেওয়া, চর্চা করা ও পরিকল্পিতভাবে পরবর্তী প্রজন্ম তৈরী করতে এখনই পরিকল্পনা করার মোক্ষম সময় । নইলে সলিল সমাধিই একমাত্র পরিণতি।

টাইটানিক তৈরির পর এর তৎকালীন বিশালতা দেখে দেমাগ জেগেছিলো উদ্যোক্তাদের মনে। অলক্ষ্যে হেসেছিলো নিয়তি। টাইটানিক ডোবার পর মজার একটা Alliteration যোগ হলো ইংরেজি সাহিত্যে। “Who could think that the Titanic would sink in the Atlantic Ocean ?”

সতর্ক হওয়ার সময় পার হয়ে যাচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুম থেকে নামাজ উত্তম।

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *