টীম এর সদস্যদের কাছ থেকে কাজ আদায় করতে সব সময় বল প্রয়োগ করো না।
যদি তুমি সামরিক ব্যাক্তি না হয়ে থাকো, আদেশ করার চেয়ে অনুরোধে অনেক বেশি ফল পাবে।
প্রশ্ন না করে আদেশ পালন করার উপর ঘন্টার পর ঘন্টা প্রশিক্ষন দিয়ে থাকে সামরিক বাহিনী।

সেনাবাহিনীতে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদেরকে আদেশ পালন করার মানসিকতা গড়ে তোলা হয় শৃঙ্খলার জন্য ও জরুরী পরিস্থিতি মোকাবেলা করার জন্য।

একজন সৈনিকের অপরিহার্য্য যোগ্যতা এটা। আদেশ পালন না করলে বা না করতে পারলে সমাধান একটাই” “Lead me, follow me, or get the hell out of my way.” George S. Patton. (আমাকে পরিচালিত করো বা আমার আদেশ মেনে চলো অথবা জাহান্নামে যাও.)

শক্তির প্রতি অতি আসক্ত হয়ে ডগলাস ম্যাক আর্থার বলে বসলেন “Whoever said the pen is mightier than the sword obviously he never encountered automatic weapons.”

কিন্তু প্রত্যাহিক জীবনে এ নিয়ম তেমন কাজ করে না। ব্যাবসায়িক,রাজনৈতিক ও সামাজিক নেতারা জানেন আদেশের চেয়ে একটু আদর করে, অনুরোধ করে বললে একটা কাজ অনেক ভালোভাবে করিয়ে নেওয়া যায়। এই পরিবর্তিত দর্শনের প্রতি ঝুকে Orson Scott Card সুর নরম করে বললেন “Soldiers can sometimes make decisions that are smarter than the orders they’ve been given.”

যে কাজই তুমি করো, যদি আদেশকে অনুরোধে পরিবর্তিত করতে পারো তাহলে তুমি অনেক বেশি ফল পাবে।
“please” বা “would you mind ” “could I ask your assistance ” জাতীয় বাক্য ব্যাবহারে অধীনস্থদের কাছ থেকে অনেক বেশি আনুগত্য পাওয়া যায় ভীতি প্রদর্শন না করে।

আর যাদের পারিশ্রমিক তুমি নিয়ন্ত্রণ করো না একটু অনুরোধে তারা মন প্রাণ দিয়ে তোমার অকাজটা করে দেবে।

Authority of Power ব্যবহার করে বেশিক্ষণ নেতৃত্বের আসনে থাকা যায় না। অন্য Authority গুলোও ব্যাবহার করতে হবে যদি তুমি ভালো নেতা হতে চাও।

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *