Procrastination দীর্ঘসূত্রিতা বা ঢিমেতেতালা। এখন না পরে, এই করে একটা কাজ থমকে থাকে।
 
একজন লক্ষ্য অর্জনকারী বা সফল ব্যাক্তির সামনের সবচেয়ে ধ্বংসাত্মক, বিপজ্জনক বদ-অভ্যাস হচ্ছে Procrastination কারণ এটাই তোমার কর্ম উদ্যোগকে স্থবির করে দেয়। একবার ঢিল দিলে, পরের বার সহজেই ঢিলেমি পেয়ে বসে এবং একসময়ে এমন মজ্জাগত রোগ হয়ে দাঁড়ায় যে এটার থেকে রেহাই পাওয়া দুষ্কর হয়ে ওঠে।
 
এর একমাত্র ওষুধ হচ্ছে কাজে ঝাঁপিয়ে পড়ে ঘাম ঝরানো।
তুমি অবাক হয়ে যাবে দেখে যে কত দ্রুত তুমি ভালো করছো যখন কোনো কিছু নিয়ে উদয়-অস্ত লেগে থাকো।
 
Procrastination থেকে রেহাই পেতে ব্রিটিশ প্রধান মন্ত্রী এবং লেখক Benjamin Disraeli নিচের ওষুধের কথা বলেছেন:
“Action may not bring happiness but there is no happiness without Action.”
কর্মযজ্ঞ সুখ নাও আনতে পারে, কিন্তু কর্মযজ্ঞ ছাড়া কোনো সুখ নেই। আর সবারতো একটা লক্ষ্য, সুখী হওয়া। তার জন্য কর্মের কোনো বিকল্প নেই।
 
তোমার অ-কাজের অনেক কাজই সময়ে সম্পন্ন হয় হৃষ্ট চিত্তে , শুধু যা তোমাকে সাফল্য এবং গৌরব দিবে সেটাই পড়ে থাকে।
পঞ্চ কবির অন্যতম রজনীকান্ত সেন সুন্দর করে ঈশ্বর উপাসনায় Procrastination কে তুলে ধরেছেন তার এক মরমী গানে :
 
“আমি সকলি কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাই নে।
আমি চাহি দ্বারা-সূত সুখ-সম্মিলন তব সঙ্গ-সুখ চাই নে।
আমি কতই যে করি বৃথা পর্যটন তোমার কাছে তো যাই নে
আমি কত কি যে খাই ভস্ম আর ছাই তব প্রেমামৃত খাই নে।
…………………………………………………………………………..
আমি সবারে শিখাই কত নীতি কথা মনেরে শুধু শিখাই নে। “
 
মনেরে একটু শিখাও। গা ঝাড়া দিয়ে ওঠো। ২১ দিন বা ৪০ দিন একনাগাড়ে Procrastination কে চরম শত্রূ হিসেবে ঝেড়ে ফেলো। দেখবে এই অসুখ আর তোমার মধ্যে নেই।
 
মনোবিজ্ঞানীরা Procrastination কে একটা মানসিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করেছেন। যদি তুমি Procrastination করো তাহলে বুঝে নিও তোমার মধ্যে মানসিক রোগ জাল বিস্তার করেছে। এ জাল ছিন্ন করতে না পারলে সাফল্যের চূড়ায় না ,উপত্যাকায় গড়াগড়ি যেতে হবে।

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *